হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে আম পাড়াকে কেন্দ্রে দুপক্ষের মারামারি, নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্রে করে দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে ফরিদুল আলম (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার জামাল কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ফরিদুল আলম ওই এলাকার মকবুল আহমেদের ছেলে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফৌজারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবেশী জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে ফরিদুল আলমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গতকাল শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। সেই ঘটনার জেরে শুক্রবার রাতেই পুনরায় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় ফরিদুল আলম গুরুতর আহত হয় এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

ফৌজারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমান আরও বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনো সঠিকভাবে বলা যাবে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার