হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চোরাই ডিজেল ও মবিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের একটি বসতঘর থেকে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ও ২৮০ লিটার মবিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে মহানগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই জ্বালানিসহ তাঁদের আটক করা হয়। র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন চট্টগ্রামের পতেঙ্গার দক্ষিণপাড়া এলাকার মো. সুলাইমান (২৯) ও একই এলাকার বাসিন্দা মো. নেজাম (২৪)। 

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা জাহাজ, জ্বালানি বহনকারী লরিসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ডিজেল ও মবিল সংগ্রহ করে একটি বসতঘরে মজুত করে আসছিলের। পরে এসব জ্বালানি অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করেন। 

মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পরে সেই বসতঘরে অভিযান চালিয়ে মো. সুলাইমান ও মো. নেজামকে আটক করা হয় এবং ৩৩টি প্লাস্টিকের জারে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ও সাতটি জারে ২৮০ লিটার মবিল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানির মূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হচ্ছে বলে জানান তিনি।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল