হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চোরাই ডিজেল ও মবিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের একটি বসতঘর থেকে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ও ২৮০ লিটার মবিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে মহানগরীর পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই জ্বালানিসহ তাঁদের আটক করা হয়। র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন চট্টগ্রামের পতেঙ্গার দক্ষিণপাড়া এলাকার মো. সুলাইমান (২৯) ও একই এলাকার বাসিন্দা মো. নেজাম (২৪)। 

র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা জাহাজ, জ্বালানি বহনকারী লরিসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে ডিজেল ও মবিল সংগ্রহ করে একটি বসতঘরে মজুত করে আসছিলের। পরে এসব জ্বালানি অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করেন। 

মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পরে সেই বসতঘরে অভিযান চালিয়ে মো. সুলাইমান ও মো. নেজামকে আটক করা হয় এবং ৩৩টি প্লাস্টিকের জারে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল ও সাতটি জারে ২৮০ লিটার মবিল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানির মূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হচ্ছে বলে জানান তিনি।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে