হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রিয় লেখকদের কাছে পেয়ে ভক্তদের অটোগ্রাফ–ফটোগ্রাফ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লেখক আনিসুল হককে ঘিরে অটোগ্রাফ নিতে ব্যস্ত তাসমিনা আহমেদ। চট্টগ্রামের বইমেলায় তাঁর আসার খবর পেয়ে তাসমিনা ছুটে আসেন মিরসরাই উপজেলা থেকে। আরেক লেখক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীনের সাক্ষাৎ পেতে সীতাকুণ্ডের ভাটিয়ারি থেকে এসেছেন মো. তানিম। তাঁর লেখা ‘আত্মহত্যার আত্মকথা’ বইটি কিনে ছবিও তুলেছেন তানিম। 

এ ছাড়া লেখক ও সাংবাদিক মোহসীন-উল হাকিমের বই কেনা এবং তাঁকে দেখতে মেলায় আসেন অনেকে। আজ শনিবার আলোচিত এই লেখকদের উপস্থিতিতে চট্টগ্রামের বইমেলা জমজমাট দেখা যায়। প্রিয় লেখকদের সঙ্গে ছবি তুলছেন অনেকে। বই কিনছেন। নিয়েছেন অটোগ্রাফও। 

এবারের বইমেলায় আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। এদিকে রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের ‘আত্মহত্যার আত্মকথা’ বইটিও বেশ বিক্রি হচ্ছে বইমেলায়। এ ছাড়া সাংবাদিক মোহসীন-উল হাকিমের ‘সুন্দরবনের জলদস্যুদের জীবনে ফেরার গল্প’ বইটিও ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছেন স্টলমালিক ও পাঠকেরা। 

মিরসরাই থেকে আসা পাঠক তাসমিনা আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘যে লেখা মানুষের আবেগ নিয়ে খেলে, তিনি-তো সার্থক লেখক। আনিসুল হক স্যারের বিখ্যাত ‘মা’ উপন্যাসটিও পড়েছি। সেটিতে চোখের পানি ধরে রাখা যায় না। এখন ‘কখনো আমার মাকে’ বইটি নিয়েছি। প্রিয় স্যারের অটোগ্রাফ নিয়েছি। দূর থেকে এসে সার্থক হলো।’

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে তাঁর বই সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৪ হাজার মানুষ আত্মহত্যা করেন। এসব আত্মহত্যার কারণ অনুসন্ধানের একটি ক্ষুদ্র প্রয়াস ‘আত্মহত্যার আত্মকথা’। একটি আত্মহত্যার জন্য আমরা, আমাদের পরিবার, আমাদের সমাজ কতটা দায়ী, তা তুলে আনার চেষ্টা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া আত্মহত্যার ঘটনা বর্ণনার মাধ্যমে।’ 

‘আত্মহত্যার আত্মকথা’–বইটি কেনেন পাঠক মো. তানিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মহসীন ভাই কোতোয়ালীতে থাকা অবস্থায় অনেক হেল্প পেয়েছি। তাঁর দ্বিতীয় বই আত্মহত্যার আত্মকথা নিয়ে নিলাম। পাশাপাশি দেখাও করলাম। খুব ভালো লাগল।’

সুন্দরবনের দুর্ধর্ষ দস্যুদের রূপান্তরের গল্প নিয়ে সাংবাদিক মোহসীন-উল হাকিম বলেন, ‘কিস্তির চাপে কিংবা ছোটখাটো মামলার ফেরারি হয়ে অথবা অপহরণের শিকার হওয়ার পর নিজেই ডাকাতদলের সদস্যে পরিণত হওয়া কিশোরটির মতো অজস্র চরিত্রের দেখা মিলবে এই বইয়ে। জানা যাবে অন্তরালের সেই সব হোতাদের কথাও, ডাকাতির অস্ত্র থেকে শুরু করে খাল উজাড় করা বিষের সরবরাহ করে যারা শ্বাসমূলী এই অরণ্যকে তিলে তিলে শ্বাসরুদ্ধ করে হত্যা করছে।’

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট