হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কুকুর লেলিয়ে কিশোরকে জখম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পোর্ট কলোনিতে মো. রাকিব (১৬) নামে এক শিক্ষার্থীকে কুকুর লেলিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। হামলাকারীরা এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে বন্দর থানার অন্তর্ভুক্ত এলাকাটিতে এ ঘটনা ঘটে।

কলোনির ৭৭ নম্বর সি ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে রাকিব বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের কোনো খবর আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রাকিবকে দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাকিবের মাথায় জখমের চিহ্ন আছে। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দেন।

রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামলাকারীরা পোর্ট কলোনি এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁরা এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে থাকে। বিভিন্ন সময় তাঁরা পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে। আমরা বিভিন্ন সময় মাদক নিয়ে প্রতিবাদ করে আসছি।’

রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে আমার ভাই রাকিব তাঁর স্কুলে খেলার জন্য গিয়েছিল। রোবো নামের মাদক ব্যবসায়ী আমার ভাইকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কলোনির সামনে প্রথমে পাথর দিয়ে মাথায় আঘাত করে। পরে তাঁর সঙ্গে থাকা দুইটি পোষা কুকুর লেলিয়ে দেয়। এ সময় রুবেল নামে আরেক মাদক বিক্রেতাও সঙ্গে ছিল। পরে আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এই ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রাকিবের চাচাতো ভাই মো. তৌহিদুল ইসলাম।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক