হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আবাদি জমি রক্ষা করতে গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি করতে হবে: গৃহায়নমন্ত্রী 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘আবাদি জমি প্রতিবছরই নষ্ট হচ্ছে। এটা থেকে কীভাবে গ্রামগুলোকে রক্ষা করা যায় দেখতে হবে। গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি যাতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। আমি সর্বাত্মক চেষ্টা করে যাব।’ 

আজ শুক্রবার দুপুরে প্রথমবারের মতো নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া চিনাইরে এসে বাবা-মায়ের কবর জিয়ারত করেন উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবাদি কৃষিজমি রক্ষা ও পরিকল্পিত গ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে এসব কথা বলেন তিনি।

মোকতাদির চৌধুরী বলেন, গ্রামগুলোতে যে অপরিকল্পিত ঘরবাড়ি হচ্ছে, সেখানেও যাতে পরিকল্পিত গ্রাম গড়ে তোলা যায় সেটা দেখতে হবে। গ্রামের যে আবাদি জমি আছে, সেগুলো যাতে নষ্ট না হয়। 

এ সময় তিনি আরও বলেন, ‘পরিকল্পিত নগরায়ণের কথা প্রধানমন্ত্রী আমাকে বলেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী একজন মানুষ হিসেবে আমার ওপর এই বয়সেও যে গুরুদায়িত্ব এসেছে, সেটা পালনে সচেষ্ট থাকব।’ 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর সঙ্গে এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক