হোম > সারা দেশ > কুমিল্লা

কলেজে নেই পানি নিষ্কাশন ব্যবস্থা, সামান্য বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থীরা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা সরকারি কলেজে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টিপাতেই হাঁটুপানি জমে যাচ্ছে মাঠসহ কলেজ প্রাঙ্গণে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদেরকে। বৃষ্টিপাতের দিনে শিক্ষার্থী উপস্থিতি কমে যায়।

আজ বৃহস্পতিবার সরেজমিনে জানা গেছে, সড়ক থেকে কলেজ মাঠ নিচু হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান বৃষ্টির পানি জমে থাকে। ছেলেরা প্যান্ট ওপরে গুটিয়ে পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারলেও মেয়েদের পরনের পোশাক ভিজে যাচ্ছে।

সামিয়া নামের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, আজ কলেজে এসে বিপদে পড়েছি, কলেজের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে আমার সালোয়ার ভিজে গেছে। এই অবস্থায় ক্লাসে বসে থাকা যায় না। তাই কষ্ট করে এসেও বাড়ি ফিরে যাচ্ছি।

বৃষ্টি হলেই কলেজ প্রাঙ্গণে পানি জমে যায়। সেই পানি মাড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় বলে জানান কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফকির মো. ছাদেক। তিনি বলেন, বৃষ্টির দিন কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। কলেজে প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থী থাকলেও আজকের বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার কারণে মাত্র ৫০-৬০ জন শিক্ষার্থী কলেজে এসেছে। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, কলেজ জাতীয়করণ হওয়ায় ও নিজেদের অর্থ না থাকায় কিছুই করতে পারছি না। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে পৌরসভাকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত এই সমস্যার সমাধান চাই।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছির বলেন, কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট