হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে ভাড়া বাসায় ছাত্রশিবিরের ৯ কর্মী আটক

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরে ভাড়া বাসা থেকে ৯ জন ছাত্রশিবিরের কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের আর্মীপাড়া এলাকায় তাঁদের আটকের ঘটনা ঘটে। 

আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদুল জলিল। তিনি বলেন, ‘আর্মি পাড়া থেকে ছাত্রশিবিরের ৯ সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে সরকার বিরোধী লিফলেট, চাঁদা আদায়ের রসিদ ও দেশ বিরোধী বিভিন্ন বই পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

আটকেরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারীর কলিম উল্লাহ (২২), কক্সবাজার রামু ঈদগড় এলাকার হাসান সোহেল (২৩), চট্টগ্রাম লোহাগাড়া আধুনগর এলাকার মো. ফরহাদ (১৮), কক্সবাজার রামু গর্জনিয়া এলাকার কলিম মুল্লাহ (২৪), চট্টগ্রামের সাতকানিয়া পূর্বমাহালিয়া এলাকার মুক্তার হোসেন (২১) ও কক্সবাজার মহেশখালী শাপলাপুর মুখবেখি এলাকার জাকার উল্লাহ (২৪)। এ ছাড়া, আরও তিন কিশোর আটক হয়েছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আটকেরা গত ২৭ অক্টোবর জেলা শহরের বিভিন্ন স্থানে সরকারবিরোধী পোস্টার লাগান। পরে আর্মি পাড়ার ইউসুফ সিকদারের ভাড়া বাসায় তাঁদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসা থেকে সরকার ও দেশ বিরোধী বিভিন্ন বই পাওয়া যাওয়ায় তাঁদেরকে আটক করা হয়। 

এ বিষয়ে বাড়ির মালিক ইউছুফ শিকদার বলেন, ‘আলীকদম উপজেলার মুছা নামের এক ব্যক্তি বাসা ভাড়া নিয়ে কয়েক জন ব্যাচেলর ছেলে রাখেন এবং মুছাই প্রতি মাসে ভাড়া পরিশোধ করতেন।’

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা