হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার-মহেশখালী রুটে পরীক্ষামূলক সি-ট্রাক চালু

কক্সবাজার ও কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সি-ট্রাক। ছবি: সংগৃহীত

কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হয়েছে। ‘ভাষাসৈনিক আবদুল জব্বার’ নামের সি-ট্রাকটি আজ শুক্রবার দুপুরে চালু করা হয়। ২৫০ জন যাত্রী ধারণক্ষমতার এই সি-ট্রাক চলাচলের জন্য মহেশখালী ঘাটে পন্টুন বসানো হয়েছে।

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাটের পন্টুন থেকে সি-ট্রাকটির পরীক্ষামূলক চলাচল শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক সবুর খান, উপপরিচালক (চট্টগ্রাম দপ্তর) মো. কামরুজ্জামান, সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান প্রমুখ।

বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, ২৫ এপ্রিল থেকে এই রুটে নিয়মিত যাতায়াত করবে সি-ট্রাকটি। এতে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ হতে পারে সর্বোচ্চ ৪০ টাকা। জোয়ারের সময় সি-ট্রাক চালু করে সফলতা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ১০ কিলোমিটার সাগর চ্যানেলের বিভিন্ন অংশে পলি জমে ভরাট হয়েছে, ডুবোচর জেগেছে। ভাটার সময় সি-ট্রাক চলে কি না, তা পরীক্ষা করা হবে। সে ক্ষেত্রে সমস্যা হলে চ্যানেলের ভরাট অংশ খননের উদ্যোগে নেওয়া হবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, দ্বীপবাসী দীর্ঘদিন ধরে এ নৌ-রুটে চলাচলে ভোগান্তিতে ছিল। সম্প্রতি এই ভোগান্তি লাঘবে প্রশাসন ও পেশাজীবীরা উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে আজ একই দিন মহেশখালী ঘাটে পন্টুন ও যাত্রী পরিবহনে সি-ট্রাক চালু করা হয়েছে।

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার