রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের দুর্গম ৩ নম্বর ওয়ার্ডের ভাঙামুড়া এলাকায় অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।
শনিবার রাতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে হেডম্যান থোয়াই অং মারমা বলেন, রান্নার চুলা থেকে আগুন লাগে। এতে ওই এলাকার
আলিয়ামত তঞ্চঙ্গ্যা, প্রেমকুমার তঞ্চঙ্গ্যা, পাকি জয় তঞ্চঙ্গ্যা ও কাঞ্চন বাবু তঞ্চঙ্গ্যার থাকার মাচাং ঘর পুড়ে ছাই হয়ে যায়।
থোয়াই অং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ঘরে থাকা সোলারের ব্যাটারি, আদা, হলুদ ও ধানের বীজসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।