হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের সিটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ওমান এয়ারের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদারও বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুল মতিন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসকাট থেকে আসা ফ্লাইটের ৩৫-এফ সিটের পেছনের দিকে চারটি দণ্ডাকৃতির বস্তুর মধ্যে স্বর্ণের বারগুলো বিশেষভাবে লুকানো ছিল। প্রতিটি দণ্ডে ১৬টি করে মোট ৬৪টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া বারের ওজন ৭ কেজি ৪২৪ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।’ 

আজ শনিবার দুপুর ১২টায় সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বা কোনো সন্দেহভাজনকেও আটক করা হয়নি। নগরীর পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে রাইস কুকারে লুকানো প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল