হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

শোক দিবসে পৃথক কর্মসূচি পালন করলেন নবীনগরের বর্তমান ও সাবেক এমপি 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। দলীয় নেতা-কর্মীরা সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের নেতৃত্বে উপজেলার পৃথক স্থানে এসব কর্মসূচি পালন করেছেন। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। পরে উপজেলা পরিষদ প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।

এতে বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। 

অপরদিকে সাবেক সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সহানের সঞ্চালনায় উপজেলা দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল করেন। 

এতে উপস্থিত ছিলেন—নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, আওয়ামী লীগ নেতা জসীমউদ্দীন আহাম্মেদ, শফিকুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড