চট্টগ্রামের চন্দনাইশ বৈলতলী ইউনিয়নে নাগরদোলার চাকায় ওড়না পেঁচিয়ে মুনতাহা আকতার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী মৌলানা তৌফাইল আহমদ (রহ:)-এর বার্ষিক ওরস শরিফের মেলায় এ ঘটনা ঘটে।
মুনতাহা ওই এলাকার মির্জা বাঙ্গালি বাড়ির মো. মোরশেদুল আলমের মেয়ে।
স্থানীয় চেয়ারম্যান এস এম সায়েম বলেছেন, ওরস শরিফের মেলায় নাগরদোলার চাকায় ওড়না পেঁচিয়ে তৃতীয় শ্রেণির শিশু মুনতাহার মৃত্যু হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেলায় নাগরদোলার চাকার সঙ্গে অসাবধানতাবশত গলায় ওড়না পেঁচিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছে।