হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ফের কাটল ওয়াসার লাইন, ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কেটে যাওয়া ওয়াসার পানি সরবরাহ লাইন মেরামত করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ লাইন আবার কেটে গেছে। ওয়াসার এ সঞ্চালন লাইন পুরোপুরি মেরামত করতে আরও দুই দিন লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন হয়েছে।

এদিকে পানিসংকট কাটাতে বিকল্প পথে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে। লাইন মেরামতে এর মধ্যে কাজ শুরু হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার ১১০০ এমএম ব্যাসের প্রধান সঞ্চালন লাইন দিয়ে নগরের পাহাড়তলী সাগরিকা এলাকায় পানি সরবরাহ করা হয়। গত শনিবার রাত ৮টার দিকে কাটা পড়ে সঞ্চালন লাইনটি। ফলে নগরীর আগ্রাবাদ আবাসিক এলাকা, সিডিএ আবাসিক এলাকাসহ আশপাশের অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহে বিঘ্ন হচ্ছে।

কেটে যাওয়া ওয়াসার পানি সরবরাহ লাইন মেরামত করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আজ সোমবার আজকের পত্রিকাকে জানান, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি প্রকল্পের উন্নয়নকাজ চলাকালে ওয়াসার সঞ্চালন লাইন কেটে যায়। ফলে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতে আর দুদিন লাগতে পারে।

মাকসুদ আলম আরও জানান, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সিডিএর খাল খনন প্রকল্পের কাজে অনন্যা আবাসিকের অক্সিজেন-কুয়াইশ সংযোগ খালের পাইলিংয়ের সময় চট্টগ্রাম ওয়াসার ৪৮ ইঞ্চি জিআই (সঞ্চালন পাইপ) পাইপ কেটে গিয়েছিল। ওই পাইপলাইন দিয়ে চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প–১–এর উৎপাদিত পানি নগরীতে আসত। ওই সময় প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় সপ্তাহ ধরে নগরীর বিশাল এলাকায় ওয়াসা পানি সরবরাহ করতে পারেনি।

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক