হোম > সারা দেশ > কক্সবাজার

ভাসানচর থেকে পালানোর সময় কোম্পানীগঞ্জে ১৮ রোহিঙ্গা আটক

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে কক্সবাজারে যাওয়ার সময় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাট থেকে ১৮ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটক রোহিঙ্গাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও ১২টি শিশু রয়েছে।

আজ রোববার সকালে আটক রোহিঙ্গাদের পুনরায় ভাসানচর পাঠিয়েছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটসংলগ্ন বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হচ্ছে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নম্বর ক্লাস্টারের তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), রেন ওয়ান (১৪), তাসমিন আরা (১২), ইয়াসমিন আরা (১০), মো. আনাস (৮), জেসমিন আরা (৬), মো. ইয়াছের (৪), মো. কাওছার (২), শাহারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), শাবনুর (৬), ৮৬ নম্বর ক্লাস্টারের ইয়াসমিন (৫), আজিজা (১৮), আজিজ খান (১), জাহিদ হোসেন (২২) এবং ৭১ নম্বর ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)। 

স্থানীয়রা জানান, শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটসংলগ্ন আলমগীরের দোকান এলাকায় শিশুসহ ১৮ জন একসঙ্গে ঘোরাঘুরি করছিল। পরে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরে উপস্থিত লোকজন তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছিল। কিন্তু দালালেরা তাদের কক্সবাজার বলে চরএলাহীতে নামিয়ে দিয়ে চলে যায়। সকালে তাদের পুনরায় ভাসানচরে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর