হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে দিয়ে চলছে অবাধে চলাফেরা

মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার

কক্সবাজার বিমানবন্দরের এক পাশে নুনিয়ারছড়া এবং অপর পাশে কুতুবদিয়া পাড়ার মাঝখান দিয়ে সম্প্রসারিত হচ্ছে নতুন রানওয়ে। এক সময় দুই পাড়ার মানুষের যোগাযোগের জন্য রাস্তা ছিল। কিন্তু এখন নেই।

তাই বিপুল জনবসতিপূর্ণ ওই দুই এলাকার মানুষ অবাধে রানওয়ে দিয়ে চলাচল করছেন। এতে যখন-তখন ঢুকে পড়ছে গবাদিপশু। এতে নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। 

জানা যায়, গত মঙ্গলবার এ বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের ধাক্কা লাগে। বিমানের ডানপাশের পাখার সঙ্গে লেগে দুটি গরুর মৃত্যু হয়। তবে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে থাকা ৯৪ জন যাত্রী। 

কক্সবাজার বিমানবন্দরে বাংলাদেশ বিমান, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০-১২টি উড়োজাহাজ প্রত্যেকদিন আসা-যাওয়া করে। এর মধ্যে বোয়িং ৭৩৭ বিমানও রয়েছে। এ ছাড়া ৫ থেকে ৬টি কার্গো বিমানও আসা-যাওয়া করে। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নুনিয়ারছড়ায় গিয়ে দেখা যায়, রানওয়ের জিআই তারের ঘেরা বিভিন্ন স্থানে কেটে পথ করা হয়েছে। এ পথ দিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ এপার থেকে ওপারে যাতায়াত করছেন। 

এলাকাবাসী আবু তৈয়ব বলেন, বিমান চলাচল না থাকলে তেমন বাধা থাকে না। প্রত্যেকদিন সকাল ও বিকেলে মানুষের চলাচল বেশি থাকে এবং গরু-ছাগলও ঢুকে যায়। 

ফাতেমা বেগম নামে আরেকজন বলেন, রানওয়ে দিয়ে নুনিয়ারছড়া থেকে কুতুবদিয়া পাড়ায় যেতে আমাদের সময় লাগে ১০ মিনিট। না হলে শহর হয়ে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হবে। এ জন্য কষ্ট হলেও রানওয়ে দিয়ে যাতায়াত করি। 

নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সীমানা প্রাচীর না হওয়া পর্যন্ত ওই এলাকায় মানুষের যাতায়াত ঠেকানো কঠিন হবে।

স্থানীয় নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি আজকের পত্রিকাকে বলেন, নতুন সম্প্রসারিত রানওয়েতে মানুষ ও গবাদিপশু ঢুকে পড়ার বিভিন্ন রাস্তা রয়েছে। মানুষ দূরের রাস্তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রানওয়ে দিয়ে পার হচ্ছে। দুটি গরুর মৃত্যুর ঘটনা তদন্তের জন্য গতকাল বুধবার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় দায়িত্বে থাকা চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়। 

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তুজা হোসেন বলেন, এ ঘটনা তদন্তে কমিটির সদস্যরা কাজ করছেন। এতে সংশ্লিষ্ট কারও গাফিলতি আছে কিনা তা খোঁজে দেখা হচ্ছে। 

বিমানবন্দরের ব্যবস্থাপক আরও বলেন, বিমানবন্দরের কয়েকটি পয়েন্টে সীমানা প্রাচীর সংস্কারের কাজ চলছে। দ্রুত কাজ শেষ হলে সকল ধরনের প্রবেশ বন্ধ হয়ে যাবে। কেটে যাবে নিরাপত্তাঝুঁকিও। 

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, গত বুধবার এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়েছে। সেখানে নিরাপত্তা সম্পর্কিত সমস্যাগুলো শিগগিরই সমাধান করার পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা