হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে ভর্তি পরীক্ষা, দেরিতে আসায় চার পরীক্ষার্থীর স্বপ্নভঙ্গ

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর কেন্দ্রে আসায় চার পরীক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হয়নি। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর কেন্দ্রে আসায় চার পরীক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হয়নি। আজ শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, সিফাত, সাজ্জাদ, সানজিদা এবং সামিউল নামের চার পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পরে পরীক্ষাকেন্দ্রে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এদের মধ্যে সাজ্জাদ নারায়ণগঞ্জ এবং সিফাত রাজধানীর শ্যামলী থেকে এসেছিলেন।

জানতে চাইলে সাজ্জাদ আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের পলিসির নির্দিষ্ট সময় পর কাউকে প্রকাশ করতে দেবে না। রাজশাহীতেও দেখেছি ১০-১৫ মিনিট পরে যারা পরীক্ষার হলে গিয়েছে, তাদের প্রবেশ করতে দিয়েছে, কিন্তু এখানে দিল না। দিলে ভালো হতো, পরীক্ষাটা দিতে পারতাম আরও ৪০ মিনিট সময় ছিল।’

পরীক্ষার্থী সিফাত বলেন, ‘৫ মিনিটের বেশি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রাস্তায় জ্যাম ছিল, আর নারায়ণগঞ্জ থেকে আসতে দেরি হয়ে গেছে। আমার আর কিছু বলার নেই।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পর কেন্দ্রে আসায় চার পরীক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হয়নি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আহসান উল্যাহ বলেন, ‘নির্ধারিত সময়র মধ্যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা পূর্বেই দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী উক্ত শিক্ষার্থীরা দেরিতে আসায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫