হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসব

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘শিশুবরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উৎসবের অংশ হিসেবে ফুল দিয়ে বর্ণিলভাবে কক্ষ সাজানো হয়। চকলেট, মিষ্টি বিতরণ ও কেক কেটে এবং গান গেয়ে শিশুদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় উৎসবে। এ সময় শিশুদের সঙ্গে অভিভাবকেরাও উপস্থিতি ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ‘শিশুবরণ উৎসব’। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় শিশুশিক্ষার্থীদের। 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য বলেন, ‘শিশুরা আনন্দপ্রিয়। তাদের জীবনের প্রথম আনুষ্ঠানিক শিক্ষা উৎসবমুখরতার মাধ্যমে শুরু হলে শিক্ষা গ্রহণে ও পরিবার থেকে স্কুলের নতুন পরিবেশে অভিযোজিত হতে সহায়তা করে। প্রতিটি অভিভাবকও চায় তার সন্তানটি স্কুলে শিক্ষক-শিক্ষার্থী সবার কাছে গুরুত্ব পাক। এ জন্য উদ্ভাবনী ধারণার অংশ হিসেবে ২০১৭ সাল থেকে আমার বিভিন্ন কর্ম এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে।’ 

উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে বলেন, ‘শিশু বরণ উৎসবের মাধ্যমে শিশু ও তাদের অভিভাবকেরা স্কুলকে তাদের আপন ও নিরাপদ আঙিনা মনে করে।’ 

চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসুইছাইন মার্মা বলেন, ‘নতুন এই কর্মসূচি আমরা বিগত দুই বছর ধরে পালন করে আসছি। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির হার বেড়েছে। শিশুরা আনন্দের সঙ্গে শিখছে।’ 

পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ঊষাচিং মারমা বলেন, ‘এ অনুষ্ঠানে শিশুদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এতে অভিভাবকেরাও পুলকিত।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫