হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির রেজিস্ট্রার পদে পুনর্নিয়োগ পেলেন কে এম নূর আহমদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবসরপ্রাপ্ত এক রেজিস্ট্রারকে পুনরায় ওই পদে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। নিয়োগ পাওয়া নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের নাম কে এম নূর আহমদ। আজ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এর আগে তিনি ২০১৮ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ২০২০ সালের ৩০ জুন অবসর গ্রহণ করেন। ২০২২ সালের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুনরায় কাউন্সিল শাখায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। 

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সাবেক রেজিস্ট্রার কে এম নুর আহমদকে কিছুদিনের জন্য (পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত) রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছি। সেটা দুই মাসও হতে পারে তিন মাসও হতে পারে। এর মধ্যে আমরা রেজিস্ট্রার নিয়োগের সিলেকশন বোর্ড আহ্বান করে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ দেব।’ 

গত ১ জানুয়ারি চবি কর্মকর্তাদের মধ্য থেকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে আন্দোলনে নামে কর্মকর্তারা। আন্দোলনের মুখে পরদিন চার দিনের ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ সময় এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়। এর মধ্যে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ তিন দফা বৃদ্ধি করে কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি কর্মকর্তারা রেজিস্ট্রারের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেন। পরে মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন তাঁরা। 

অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে নিয়োগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘কর্মকর্তাদের মধ্য থেকে কাউকে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ, কর্মকর্তাদের পদ থেকে শিক্ষকদের অপসারণসহ কয়েকটি দাবিতে আমাদের আন্দোলন চলমান আছে। রেজিস্ট্রার পদে কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে আমরা অফিশিয়াল কিছু জানি না।’

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য