হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে পূর্ণিমার জোয়ারের প্রভাবে কয়েকটি গ্রাম প্লাবিত

প্রতিনিধি, কক্সবাজার ও কুতুবদিয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজার সমুদ্র তীরবর্তী এলাকায় জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকটি গ্রামে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়েছে। পানির তীব্র ধাক্কায় ধসে পড়েছে সমুদ্রসৈকতের হিমছড়ি এলাকায় জেলা পরিষদের রেস্ট হাউস ‘মাধবী'। এ ঘটনায় আশপাশের লোকজন ক্ষতিগ্রস্থ হয়েছে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক জানান, পূর্ণিমার জোয়ারের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। ঢেউয়ের তীব্র আঘাতে ধসে পড়েছে রেস্ট হাউসটি। বছর তিনেক আগে ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে 'পরিত্যক্ত' হিসেবে ঘোষণা করেছিল জেলা পরিষদ। এরপর ভবনের আশপাশ থেকে দোকানপাট সরিয়ে নেওয়া হয়।

ভবনের সামনের দোকানদার হাফিজুর রহমান জানান, সকাল ১১টায় বিকট শব্দে ভবনটি ধসে পড়ে। এ সময় আশপাশে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরের জামান চৌধুরী প্লাবিত এলাকা পরিদর্শন করে আজকের পত্রিকাকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের জন্য জরুরি ত্রাণ সহায়তার চাহিদাপত্র জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড