হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কে এনসিপির সমাবেশ, দুর্ভোগে পরীক্ষার্থীরা

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটিতে সমাবেশের কারণে দুর্ভোগে পড়েন পথচারীরা। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক আটকিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা করায় ক্ষোভ ঝেড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও সমাবেশে দুঃখ প্রকাশ করেন দলের নেতারা। আজ রোববার রাঙামাটি শহরে বনরূপা সড়কে এই দৃশ্য দেখা যায়।

শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তাদের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বনরূপা চৌমুহনীতে সমাবেশের কারণে শিক্ষার্থীরা বিএম মার্কেটের সামনে আটকা পড়ে। পরে পুলিশ তাদের সমাবেশস্থল অতিক্রম করতে সহায়তা করে। এ সময় শিক্ষার্থীরা এনসিপি নেতাদের ওপর ক্ষোভ ঝাড়ে।

বেলা দেড়টার দিকে মঞ্চে ওঠেন এনসিপি নেতা নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তাঁদের মধ্যে থেকে বক্তব্য দেন ছয়জন। সভা শেষ হয় বেলা ২টার পর।

সভা চলাকালে তীব্র গরমে শত শত যানবাহন আটকা পড়ে। মানুষের বিড়ম্বনা দেখে পথসভায় দুর্ভোগের জন্য সমাবেশ থেকে ক্ষমা চান এনসিপি নেতারা।

এর আগে এনসিপি নেতারা রাজবাড়ী শিল্পকলায় নেমে বনরূপা পর্যন্ত হেঁটে পথযাত্রায় অংশ নিলে কয়েক শ যাত্রীবাহী যান আটকা পড়ে। এ সময় যাত্রীরা ক্ষোভ জানান।

জানতে চাইলে জেলা এনসিপির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘মূলত মানুষের সমাগমের রুট পয়েন্ট বিবেচনায় আমরা বনরূপায় মঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমাদের ধারণা ছিল না, আজ এইচএসসি পরীক্ষা ছিল। বিষয়টি নজরে আসার পর আমরা পরীক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করেছি। এ জন্য আমরা বারবার দুঃখ প্রকাশ করেছি।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এনসিপি নেতারা বক্তব্য দেওয়ার সময় যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য বনরূপা হয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় একটি অটোরিকশাকে থামানো হলে পরীক্ষার্থীরা ক্ষোভ ঝাড়ে। বিকল্প সড়ক হিসেবে পৌরসভা ট্রাইবেল আদাম চম্পক নগর সড়কটি চালু রাখা ছিল।

রাঙামাটিতে সমাবেশের কারণে দুর্ভোগে পড়েন পথচারীরা। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, রাঙামাটি শহরের বনরূপা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম এলাকা। এনসিপির পূর্বনির্ধারিত অনুষ্ঠান ছিল বেলা ১১টায়। কিন্তু সেটি শুরু হয় ১টা ৪৩ মিনিটে। এ কর্মসূচিকে ঘিরে রাঙামাটি পুরো শহর ছিল নিরাপত্তা চাদরে ঘেরা। শহরের প্রত্যকটি গুরুত্বপূর্ণ জায়গায় সেনা–পুলিশ ও আর্ম পুলিশের সতর্ক অবস্থান ছিল। টহলে ছিল পুলিশের বিশেষ সাঁজোয়া যান।

উল্লেখ্য, রাঙামাটি শহরের বনরূপা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম এলাকা। এনসিপির পূর্বনির্ধারিত অনুষ্ঠান ছিল বেলা ১১টায়। কিন্তু সেটি শুরু হয় ১টা ৪৩ মিনিটে। এ কর্মসূচিকে ঘিরে রাঙামাটি পুরো শহর ছিল নিরাপত্তা চাদরে ঘেরা। শহরের প্রত্যকটি গুরুত্বপূর্ণ জায়গায় সেনা–পুলিশ ও আর্ম পুলিশের সতর্ক অবস্থান ছিল। টহলে ছিল পুলিশের বিশেষ সাঁজোয়া যান।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক