হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাকিজার মালিকের ৫ গাড়ি ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ব্যবসায়ী, পাকিজা এন্টারপ্রাইজের মালিক মো. সিরাজউদ্দৌলার পাঁচটি বিলাসবহুল গাড়ি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৪৮ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় তাঁর গাড়িগুলো ক্রোকের আদেশ দেওয়া হয়। 

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দিয়েছেন। 

ব্যবসায়ী সিরাজউদ্দৌলা সীতাকুণ্ড উপজেলার জাহানাবাদ কদমরসুল এলাকার আমির হোসেনের ছেলে। 

আদেশের বিষয়ে অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম জানান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পাহাড়তলী শাখা থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি পাকিজা এন্টারপ্রাইজের মালিক মো. সিরাজউদ্দৌলা। ২০১৬ সালে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ আদায়ে তাঁর এবং তাঁর স্ত্রী ইশরাত জাহান মণির বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। ওই ঋণের বিপরীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের কাছে সিরাজউদ্দৌলা যে স্থাবর সম্পত্তি জামানত রেখেছেন, তার বাজারমূল্য মাত্র ২ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকার সমপরিমাণ। এ কারণে ঋণের ঘাটতি পূরণে ব্যাংক কর্তৃপক্ষ অন্যান্য সম্পত্তির পাশাপাশি তাঁর কাছে থাকা পাঁচটি বিলাসবহুল গাড়ি ক্রোকের জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁর পাঁচটি গাড়ি ক্রোকের আদেশ দিয়েছেন। 

এদিকে গাড়িগুলো যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গাড়িগুলোর রুটপারমিট বাতিল করার জন্য বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের পরিচালককে নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড