হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেন্ট মার্টিনে মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবির মহাপরিচালক

টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শনসহ ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে সেন্ট মার্টিন পরিদর্শনের পাশাপাশি ৮০০ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম (পিবিজিএমএস) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শরীফুল ইসলাম জানান, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন সেন্ট মার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদৎসংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যরা উপকূলীয় অঞ্চলে মাইকিং করেন। বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেন তাঁরা। এ ছাড়া ঘূর্ণিঝড়কবলিত এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র সরিয়ে নিতে বিজিবি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা