হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেন্ট মার্টিনে মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবির মহাপরিচালক

টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শনসহ ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

আজ মঙ্গলবার সকালে সেন্ট মার্টিন পরিদর্শনের পাশাপাশি ৮০০ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম (পিবিজিএমএস) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শরীফুল ইসলাম জানান, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন সেন্ট মার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদৎসংকেত ঘোষণার পর থেকেই বিজিবি সদস্যরা উপকূলীয় অঞ্চলে মাইকিং করেন। বাড়ি বাড়ি গিয়ে দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেন তাঁরা। এ ছাড়া ঘূর্ণিঝড়কবলিত এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র সরিয়ে নিতে বিজিবি প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক