হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে খুনের ঘটনায় ৪ জন আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা জমির সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় ৪ জনকে আটক করেছে থানা-পুলিশ। বুধবার রাতে মনছুরিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুর দেড়টার দিকে টিউবওয়েল পানি পুকুরে পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে আবদুল খালেক কালু (৩৫) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন।

আটককৃতরা হলেন, মো. বাহাদুর (৩২), মঞ্জুরুল আলম (৪০), মো. সিদ্দিক (৫০) ও জাকের আহমদ (৪৬)। 

বুধবার সন্ধ্যায় সংঘর্ষে নিহত সুলতান মাহমুদ টিপুর মা মমতাজ বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় কাশেম আলীর ছেলে মো. বাহাদুরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়াও এ হত্যা মামলায় অজ্ঞাতনামা আরও ৫ / ৬ জনকে আসামি করা হয়েছে। 

উল্লেখ্য, বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া এলাকার আবুল কাসেম ও কাসেম আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ি ভিটার জায়গা ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে অনেকবার সালিশি বৈঠকও হয়। বুধবার দুপুর দেড়টার দিকে টিউবওয়েল পানি পুকুরে পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে আবদুল খালেক কালু (৩৫) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন। 

এ ছাড়া এ ঘটনায় আরও আহত হয়েছেন কামাল হোসেন (৫০), মঞ্জুরুল আলম (৪০) ও মো. বাহাদুর (৩২)। 

মামলার তদন্ত কর্মকর্তা বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, মনছুরিয়া বাজারের সংঘর্ষের ঘটনায় ৪ জনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা