হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে খুনের ঘটনায় ৪ জন আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা জমির সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় ৪ জনকে আটক করেছে থানা-পুলিশ। বুধবার রাতে মনছুরিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুর দেড়টার দিকে টিউবওয়েল পানি পুকুরে পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে আবদুল খালেক কালু (৩৫) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন।

আটককৃতরা হলেন, মো. বাহাদুর (৩২), মঞ্জুরুল আলম (৪০), মো. সিদ্দিক (৫০) ও জাকের আহমদ (৪৬)। 

বুধবার সন্ধ্যায় সংঘর্ষে নিহত সুলতান মাহমুদ টিপুর মা মমতাজ বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় কাশেম আলীর ছেলে মো. বাহাদুরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়াও এ হত্যা মামলায় অজ্ঞাতনামা আরও ৫ / ৬ জনকে আসামি করা হয়েছে। 

উল্লেখ্য, বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া এলাকার আবুল কাসেম ও কাসেম আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বাড়ি ভিটার জায়গা ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে অনেকবার সালিশি বৈঠকও হয়। বুধবার দুপুর দেড়টার দিকে টিউবওয়েল পানি পুকুরে পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে আবদুল খালেক কালু (৩৫) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন। 

এ ছাড়া এ ঘটনায় আরও আহত হয়েছেন কামাল হোসেন (৫০), মঞ্জুরুল আলম (৪০) ও মো. বাহাদুর (৩২)। 

মামলার তদন্ত কর্মকর্তা বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, মনছুরিয়া বাজারের সংঘর্ষের ঘটনায় ৪ জনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য