হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি

অভিযান শুরুর আগে হাজীগঞ্জ থানা-পুলিশের বিভিন্ন সদস্য। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল। আটকদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

কিশোর গ্যাংয়ের সদস্যদের আটকের বিষয় আজ রাতে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

থানা-পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে গতকাল সোমবার হাজীগঞ্জ থানা-পুলিশ মোবাইল পেট্রল ও মোটরসাইকেল পেট্রল টিম গঠন কার্যক্রম শুরু করেছে।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ জনকে আটক করে থানায় আনা হয়েছে। এর মধ্যে একজনের কাছে মাদক পাওয়া গেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হবে। যদি অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত থাকে বা তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত না থাকলে অভিভাবক ডেকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

ওসি আরও বলেন, হাট-বাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক