হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় লোহার আঘাতে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় লোহার আঘাতে মোহাম্মদ মনির (৩৮) নামে জাহাজভাঙা কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা বলেন, আজ সকালে উপজেলার ছলিমপুরের সাগর উপকূলে অবস্থিত এনবি শিপব্রেকিং ইয়ার্ড নামক জাহাজভাঙা কারখানার ভেতরে স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ করছিলেন মনির। কাজ করার সময় অসাবধানতাবশত স্ক্র্যাপ লোহার একটি টুকরো মনিরের মাথায় ছিটকে পড়ে। এতে মুহূর্তেই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। 

এনবি শিপব্রেকিং ইয়ার্ডের স্বত্বাধিকারী মো. তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে জাহাজের কাটিং কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে ছিটকে পড়া একটি স্ক্র্যাপ লোহার আঘাতে মনির আহত হন। ঘটনার পর তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী