হোম > সারা দেশ > কুমিল্লা

মঞ্চে ঠাঁই হয়নি সাবেক মেয়র সাক্কুর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে মঞ্চের বাইরে নেতা কর্মীদের নিয়ে অবস্থান করেছেন কুমিল্লা সিটির সাবেক দুবারের মেয়র ও বহিষ্কৃত বিএনপির প্রভাবশালী নেতা মনিরুল হক সাক্কু। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। 

এদিকে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে দীর্ঘদিন ধরে নেতা কর্মীদের সংঘটিত করাসহ নানা তৎপরতা শুরু করেন সাক্কু। সমাবেশের দুদিন আগ থেকে কুমিল্লায় আসা অনেক নেতা কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করেন সাক্কু। 

মেয়র সাক্কুর ঘনিষ্ঠ কবির মজুমদার জানান, নেতা কর্মীদের প্রায় ১৫ হাজার গেঞ্জি-টুপি দেওয়া হয়েছে। তার সকল নেতা কর্মীদের নিয়ে মাঠের পূর্ব পাশে অবস্থান নিয়েছেন। 

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ায় দল আমাকে বহিষ্কার করে। আমি বিএনপিকে ছাড়িনি। মরার আগ পর্যন্ত বিএনপি করে যাব। আমি তারেক রহমানের নিকট আবেদন করেছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন। সমাবেশ সফল আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি যেহেতু বহিষ্কৃত তাই নেতা কর্মীদের নিয়ে মাঠে অবস্থান করছি।’ 

এদিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা (কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর ও মহানগর শাখা), চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি শাখা বিএনপির উদ্যোগে এ বিভাগীয় সমাবেশ হচ্ছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিচ্ছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী