হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আন্দোলনকারীদের দাঁড়াতে দেয়নি পুলিশ, আটক কয়েকজন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পূর্বনির্ধারিত কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেয়নি পুলিশ। আজ বৃহস্পতিবার শহরের কলেজ মোড়ে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে।

এ ছাড়া গতকাল বুধবার রাতে ১৩২ জন আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আইয়ুব আলী, আলমগীর কবীর, রাহুল ও নিশান হাসান। তাঁদের মধ্যে আইয়ুব আলী জামায়াতের রোকন। আলমগীর ও নিশান গণ-অধিকার পরিষদের নেতা।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনকারীদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।’

ওসি মেহেদি হাসান বলেন, ‘শহরের কয়েকটি আন্দোলনস্থলের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। নাশকতার কারণে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০-১৬০ জনকে আসামি করে মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

পুলিশ ও আন্দোলনকারীরা জানান, আজ বৃহস্পতিবার শহরের কলেজ মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। কিন্তু সেখানে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে ওসি মেহেদী হাসান জানান, কলেজ মোড় থেকে যাদের আটক করা হয়েছে, যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি