হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র জামিনে মুক্তির পর জেলগেটে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মো. মোখলেসুর রহমান। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. মোখলেসুর রহমান জামিনে মুক্তির পর জেলগেট থেকে আবার গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার জেলা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গতকাল রোববার ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় জজ আদালত থেকে জামিন পান তিনি।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, আদালতের জামিনের আদেশ পাওয়ার পর আজ (সোমবার) সকালে সাবেক মেয়র মোখলেসুর রহমানকে মুক্তি দেওয়া হয়। পরে জেলগেট থেকে পুলিশের একটি দল তাঁকে আটক করে নিয়ে গেছে।

এর আগে ৬ মে ভোরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁকে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এ মামলায় সাত দিনের রিমান্ডেও ছিলেন তিনি।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজকে জেলা কারাগারের সামনের রাস্তা থেকে সদর থানার পুলিশ ও ডিবি তাঁকে আটক করে। বৈষম্যবিরোধী ছাত্রদের ওপরে হামলার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ