হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় বাবা ও ২ ছেলের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

পূর্বশত্রুতার জেরে চাঁপাইনবাবগঞ্জে মাইনুল ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জের কয়লাবাড়ী গ্রামের মৃত সহিমুদ্দিন মণ্ডলের ছেলে মো. মোস্তফা (৬২) এবং তাঁর দুই ছেলে নয়ন আলী (৩৯) ও মিলন আলী (২১)। নিহত মাইনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ বলেন, ২০২১ সালের ২ জুন বাড়ির সামনে আক্রমণে আহত হন মাইনুল। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই বছরের ৬ জুন তিনি মারা যান।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেন তাঁর ছেলে মাইনুর রহমান। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক বরুন সরকার অভিযোগপত্র জমা দেন।

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত