পূর্বশত্রুতার জেরে চাঁপাইনবাবগঞ্জে মাইনুল ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জের কয়লাবাড়ী গ্রামের মৃত সহিমুদ্দিন মণ্ডলের ছেলে মো. মোস্তফা (৬২) এবং তাঁর দুই ছেলে নয়ন আলী (৩৯) ও মিলন আলী (২১)। নিহত মাইনুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ বলেন, ২০২১ সালের ২ জুন বাড়ির সামনে আক্রমণে আহত হন মাইনুল। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই বছরের ৬ জুন তিনি মারা যান।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেন তাঁর ছেলে মাইনুর রহমান। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক বরুন সরকার অভিযোগপত্র জমা দেন।