হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ভারতে গিয়ে নিখোঁজ যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্তে কাঁটাতারের বেড়া। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লালচান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার রাতে জেলার সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর তিনি আর ফিরে আসতে পারেননি এবং তাঁর কোনো খোঁজও মিলছে না। স্থানীয়দের কাছে থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি ও স্থানীয়রা জানায়, লালচান নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামের শাজাহান আলী ওরফে জেবন আলীর ছেলে। গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে চার-পাঁচজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। অন্যরা ফিরে এলেও লালচান ফিরে আসেননি। আজ সকালে এলাকায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে কেউ বলতে পারেননি।

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু আজকের পত্রিকাকে জানান, স্থানীয়দের কাছে থেকে বিজিবি লালচানের সীমান্ত অতিক্রমের খবর জানতে পারে। পরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী ৭১ বিএসএফ নূরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তিনি আরও জানান, জোহুরপুর সীমান্তে গত রাতে (শনিবার রাতে) কোনো গুলির শব্দ শোনেনি বিজিবির টহল দল। কাজেই ওই যুবকের মারা যাওয়ার খবর সঠিক নয় বলেই মনে করছে বিজিবি।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি