হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ওভারটেক নিয়ে তর্কের জেরে তরুণ খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে বাগ্‌বিতণ্ডার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে জেলা সদরের টিকরামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর আদর্শ মোড় মহল্লার মনিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় সাব্বির হোসেনের বন্ধু আশিক জামান আহত হয়েছেন। সাব্বির চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত আশিক জামান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে টিকরামপুর মধ্যপাড়া এলাকায় তিনতলা মসজিদের সামনের রাস্তায় সাব্বির তাঁর বন্ধু আশিককে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরছিলেন। এ সময় পৌর এলাকার ১ নম্বর কলোনি মহল্লার জিয়াউর রহমানের ছেলে সুরাত আলীসহ চার-পাঁচজন তিনটি মোটরসাইকেল নিয়ে তাঁদের ওভারটেক করেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে সুরাত আলীর বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সাব্বির ও তাঁর বন্ধু আশিককে তাঁরা ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা সাব্বির ও আশিককে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাস্তাতেই সাব্বির মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) মাহফুজুল হক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার