হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

নির্বাচন কার্যালয় জানিয়েছে, চেয়ারম্যান পদে তিনজন, নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্লভপুরে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৯৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮০১ জন ও নারী ভোটার ১৯ হাজার ১৮৩ জন। 

ভোটার রহিমা বলেন, ‘প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলাম। যতটা কঠিন ভেবেছিলাম, তত কঠিন নয়। ভোট দিয়ে ভালোই লাগল। আমি আমার পছন্দের ব্যক্তিদের ভোট দিয়েছি।’ 

নূর জাহান নামের আরেক নারী ভোটার বলেন, ‘ছেলে মানুষেরা এখন মাঠে কাজ করছে, তাই তাঁদের উপস্থিতি কম। সকালে আমরা ভোট দিয়ে চলে গেলাম। দুপুরের পর ছেলেরা ভোট দেবে।’ 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, নির্বাচনে ১৭ প্রিসাইডিং কর্মকর্তা, ১৫০ সহকারী প্রিসাইডিং ও ৩০০ জন পোলিং এজেন্ট নিয়োজিত আছেন। মোট ভোট কেন্দ্র ১৭টি ও ভোট কক্ষের সংখ্যা ১৫০টি। 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ