হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির পাশের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃতের নাম হযরত আলী (২৫)। তিনি নাচোল পৌর এলাকার শ্রীরামপুর গ্রামের মো. নিজামুল হক লেবুর ছেলে। 

হযরত আলী শিশু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, তিনি পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক জীবন যাপন করছিলেন হযরত আলী। এরই মধ্যে গতকাল বুধবার তিনি বাড়িতে আসেন। এরপর রাতেই আবার বাড়ি থেকে বেরিয়ে যান। আজ সকালে বাড়ির পাশের একটি আমবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

ওসি তারেকুর রহমান সরকার জানান, গাছের ডালে কাপড়ের কিছু অংশ ও হযরত আলীর গলায় কাপড় বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। 

ওসি আরও জানান, ২০২০ সালে স্কুলছাত্র তাজেমুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি ছিলেন হযরত আলী।

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার