চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে নাচোলে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায় লামিয়া নামে চার বছরের এক শিশু। নিহত লামিয়া কাজলা গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
এদিকে একইদিন বিকেলে সদর উপজেলার উপররাজারামপুর কুমারপাড়া এলাকায় পুকুরে ডুবে মারা যায় ২৭ মাস বয়সী আবদুর রহমান জুনায়েদ নামে আরেক শিশু। সে একই গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। তাঁরা জানান, দুই শিশুই নানার বাড়িতে পুকুরে ডুবে মারা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।