হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

কৃষক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে কালাম আলী কালু নামের এক কৃষককে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর-কালীতলা গ্রামের আজাহার আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) আবদুল ওদুদ জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি সকালে শিবগঞ্জ উপজেলার মির্জাপুর-মোন্নাপাড়ায় আড়িবিল থেকে কালাম আলী কালুর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর নাক-মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর বাবা মির্জাপুরের এরশাদ আলী ওই দিনই শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেকসহ চারজনকে আসামি করা হয়।

পিপি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক আব্দুল মালেক ২০২২ সালের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলায় ৪ আসামির মধ্যে আব্দুল খালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: ৬০ মিটার সেতুর কারণে ১০ কিলোমিটার পাড়ি

চাঁপাইনবাবগঞ্জে অভিযানে চোর-ডাকাতসহ গ্রেপ্তার ৪০

শুধু স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা না, জামায়াত পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যাও করেছে : মির্জা ফখরুল

বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, চাকরি হারালেন শিক্ষিকা

ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা