হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

স্টেডিয়ামের মাঠ খুঁড়ে মাসব্যাপী মেলা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামের মাঠে চলছে বাণিজ্য মেলার স্থাপনা নির্মাণকাজ। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে চলছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার আয়োজন। মাসব্যাপী মেলাটির জন্য খেলার মাঠ খুঁড়ে বানানো হচ্ছে ইট-সিমেন্টের স্থাপনা। ফলে মেলা শেষে মাঠটি খেলাধুলার অনুপযোগী হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান খোলোয়াড়েরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ১ মে থেকে শুরু হবে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা। চলবে ৩১ মে পর্যন্ত। এবারই প্রথম এখানে এই মেলা হচ্ছে। মেলাটির আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলার মাঠে ঢুকতেই দেখা গেল, নির্মিত হচ্ছে প্রধান ফটক। ইট-সিমেন্ট দিয়ে বানানো হয়েছে আরও বিভিন্ন স্থাপনা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলার উদ্দশ্যে ১১ দিন ধরে মাঠটিতে অবকাঠামো নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘মেলার জন্য পুরাতন স্টেডিয়ামটিতে বিভিন্ন স্থাপনা নির্মাণে ইট ফেলা হচ্ছে। মনে হচ্ছে, আমার বুকেই ইট পড়ছে। আমাদের কোনো কিছু করার নেই। যদি কিছু করার থাকত তাহলে মেলাটি বন্ধ করে দিতাম। তারপরেও চেষ্টা করেছি। বিভিন্ন জনকে দিয়ে বলিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। মাঠটি যে অবস্থায় ছিল, সেটি আর আগের অবস্থায় নেওয়া সম্ভব হবে না।’

সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রশিক্ষক শামসুল আলম বলেন, ‘মাঠটিতে আমরা নিয়মিত ফুটবল খেলার অনুশীলন করাতাম। মেলার আয়োজন করায় প্রায় দুই কিলোমিটার দূরের আরেকটি স্টেডিয়ামে অনুশীলনে যেতে হচ্ছে। আমরা চাই, খেলার মাঠে মেলার আয়োজন বন্ধ করা হোক।’

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমতি নিয়ে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, খেলার মাঠটি সংস্কারের জন্য আলাদাভাবে জামানত নিয়েছে কর্তৃপক্ষ। খেলার মাঠটি সংস্কার করে দিলে আমরা জামানত ফেরত পাব।’

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ যেখানে মেলার অনুমতি দিয়েছে। সেখানে ডিসি কিংবা জেলা ক্রীড়া সংস্থার কিছু করার থাকে না। আমরা স্থানীয় খেলাধুলার উন্নয়নের জন্য মেলা আয়োজকদের মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট জমা দিতে বলেছিলাম। সেটা সম্ভবত তাঁরা দিয়েছে। তবে কত টাকা দিয়েছে। সেটা আমার জানা নেই।’

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও ডিসি মো. আব্দুস সামাদ খেলার মাঠে মেলার আয়োজনের প্রশ্নের কথা শুনে ফোন কেটে দেন। পরে আবার কল দিলে তিনি ফোন ধরেননি।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমার জানা নেই। আপনি ডিসির সঙ্গে কথা বলতে পারেন। আমাকে খোঁজখবর নিতে হবে।’

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ