হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, আমের ব্যাপক ক্ষতি 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর, দোকানপাট, বিদ্যুতের খুঁটি, গাছপালা, ধানসহ সবজি বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ থেকে প্রচুর পরিমাণে আম ঝরে গেছে। এতে আমচাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত। ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে বলে ধারণা করছেন স্থানীয়রা। ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

জানা গেছে, গত রোববার রাত পৌনে ৯টার পর হঠাৎ কালবৈশাখীর ঝড় ওঠে। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রচণ্ড ঝড়ে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থান লন্ডভন্ড হয়ে যায়। এতে বাড়ি-ঘর, দোকানপাটের টিনের ছাউনি উড়ে যায় এবং অনেক বাড়ি ভেঙে যায়। বোরোধান, ভুট্টা, কলা সবজিসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে অনেক আমবাগানের আম অর্ধেক পড়ে গেছে। 

রাস্তা ধারে গাছপালা পড়ে রয়েছে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। অনেক স্থানে বিদ্যুতের তারে গাছ পড়ে রয়েছে। কোথায় কোথায় বিদ্যুতের খুঁটি পড়ে আছে। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 

রহনপুর পৌর এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, তাঁর বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে। বাড়ির আসবাবপত্র ভেঙে যায় এবং ঘরের ভেতর পানি পড়ে বিছানাপত্র ভিজে গেছে। 

পার্বতীপুর এলাকার বাসিন্দা জবদুল হক বলেন, তাঁর নিজস্ব ১০ বিঘার ওপরে জমিতে আমবাগান রয়েছে। কিন্তু রোববারের রাতের ঝড়ে গাছের অর্ধেকের আম পড়ে গেছে। তবে তিনি চিন্তিত হয়ে পড়েছেন। অনেক স্বপ্ন ছিল আম নিয়ে। 

রহনপুর পৌর কাশিমপুর মহল্লার বাসিন্দা রুবেল, ডালিম, মাসির জানান, তাঁদের মহল্লার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বেশি বয়ে গেছে। মহল্লার অনেকের বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে। রাস্তার ধারে নিমগাছ, খেজুর গাছ, কলার বাগান, তালগাছ পড়ে গেছে। গাছগুলোর রাস্তা ওপরে বিদ্যুৎ তারে পড়ে যাওয়া বাড়ি ঘরের বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তা পড়ে আছে। 

এমরান আলী বাবু নামে আশ্রয় প্রকল্পের উপকারভোগী জানান, তাঁর বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে। আহত ‘ষাঁড় বুরুজ’ গ্রামের বাসিন্দা জামরুল ইসলাম বলেন, তিনি ঝড়ের সময় খোঁয়াড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ একটি ইট উড়ে এসে মাথায় আঘাত করে। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান। 

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, উপজেলা আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই প্রাকৃতিক দুর্যোগে মধ্যে পড়ে। এতে আমসহ সবজি ফসলের ক্ষতি হয়েছে। উপজেলার চার হাজার ২২০ হেক্টর জমির বিপরীতে ২১০ হেক্টর জমির আম ক্ষতিগ্রস্ত হয়েছে। যা উৎপাদন ক্ষতির পরিমাণ ৫০৪ মেট্রিকটন। 

গোমস্তাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করলে পরবর্তীকে তাদের সহায়তা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ

নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, তিনটি অস্ত্র উদ্ধার