হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

অসুস্থ গরু জবাই করে মাংস অন্যত্র বিক্রির চেষ্টা, ২ ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রির জন্য অন্য স্থানে নেওয়ার পথে দুই মাংস ব্যবসায়ী আটক হয়েছেন স্থানীয়দের হাতে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ২৫ হাজার টাকা জরিমানা করেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রহনপুরের বেইলিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। তিনি আজকের পত্রিকাকে জরিমানার করার বিষয় নিশ্চিত করেন। 

মাংস ব্যবসায়ী এজাবুলের বাড়ি জেলার নাচোল উপজেলার করমজা গ্রামে এবং টুটুল একই উপজেলার বেনীপুর গ্রামের বাসিন্দা। 

উপজেলার প্রশাসন জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রাম থেকে একটি অসুস্থ গরু জবাই করে পিকআপ ভ্যানে করে অন্য স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন এজাবুল ও টুটুল। এ সময় পথে রহনপুর বেইলিব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের আটক করেন স্থানীয় লোকজন। 

ঘটনাস্থলে প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত হয়ে মাংস পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে মাংস ব্যবসায়ী এজাবুল ও টুটুলকে ২৫ হাজার টাকা জরিমানা ও মাংস জব্দ করা হয়। পরে এসব মাংস সবার সামনে মাটিতে পুঁতে ফেলা হয়।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি