চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় এক যুবক হঠাৎ সেতুর ওপর থেকে লাফিয়ে পানিতে ঝাঁপ দেন। সে সময় সেখানে উপস্থিত থাকা জেলেরা নদীতে নেমে তাঁকে খোঁজাখুঁজি করেন। তাঁকে খুঁজে না পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ বলেন, ‘আমরা খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল ডেকেছি। তারা এলে উদ্ধারকাজ শুরু হবে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ‘সেতু থেকে লাফ দিয়ে পানিতে পড়া যুবক এখনো নিখোঁজ। তাঁর পরিচয় জানতে কাজ করছি।’