হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

৪০ লাখ টাকা রাস্তায় পেয়ে মালিক খুঁজছেন মসজিদের ইমাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজছেন মাওলানা আবদুল বাসির নামে এক ব্যক্তি। তিনি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা ও নিউমার্কেট জামে মসজিদের ইমাম। একই সঙ্গে তাফসিরকারক বলেও পরিচিত।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ব্যবহৃত সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী কিছুদিন আগে রাতে চাঁপাইনবাবগঞ্জ নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন রোডে প্রায় চল্লিশ লক্ষাধিক টাকা পড়ে পাওয়া গেছে। এই টাকা যার হবে তিনি উপযুক্ত প্রমাণ সহকারে একটি নম্বর দিয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।’ 

এ বিষয়ে যোগাযোগ করা হলে পোস্ট দেওয়া মাওলানা আবদুল বাসির আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে প্রায় ৪০ লাখ টাকা রাস্তায় পাওয়া গেছে। টাকার মালিক খুঁজে না পেয়ে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। আমি তাফসির করতে জেলার বাইরে অবস্থান করছি। সোমবার টাকাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা পড়ে যাওয়া বা হারিয়ে গেছে—এমন কোনো ব্যক্তি থানায় অভিযোগ করেনি। টাকা ফেরত দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত