হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ছাড়ল আড়াই ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী রেলস্টেশনে ঢোকার সময় চাকা ভেঙে গিয়ে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এই কারণে রাজশাহীতে আড়াই ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর এটি গন্তব্যে ছেড়ে যায়।

আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী রেলস্টেশনে ঢোকার সময় সকাল ৭টার দিকে একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ শেষে পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বনলতা এক্সপ্রেসের চাকা ভেঙে গেলে একটি বগি লাইনচ্যুত হয়। বগিটি অবশ্য উল্টে যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনটি আটকে যাওয়ায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। অনেকে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিল। এ ছাড়া এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে অন্য পথ স্বাভাবিক ছিল।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম বলেন, টুলভ্যানের মাধ্যমে লাইনচ্যুত হওয়া বগিটি তোলা হয়। পরে সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। অনেক যাত্রী টাকা ফেরত নিয়ে অন্য গাড়িতে চলে যান। কেউ কেউ আবার অপেক্ষায় ছিল। তারা বনলতা এক্সপ্রেসেই গন্তব্যে গেছে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি