হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী): চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। নতুন করে ৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সম্প্রতি সময়ে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত এবং সোনামসজিদ বন্দর উন্মুক্ত করে দেওয়ায় আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী এ জেলায়। প্রতিদিন সরকারি, বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিক্ষার জন্য ভীড় করছে অসংখ্য মানুষ।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা ১১৮ জনের নমুনায় ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এছাড়াও এন্টিজেন পরীক্ষায় শিবগঞ্জের ১১ ও গোমস্তাপুরের ৬ জন শনাক্ত হয়েছেন। যা করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ শনাক্ত। 

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জন জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন করে শনাক্তদের তথ্য ও অবস্থা যাচাই করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ও বুধবার এই দু'দিনে জেলা সদর, শিবগঞ্জ ও ভোলাহাটের এক জন করে আরও তিন জন মারা গেছেন।  এদের মধ্যে শিবগঞ্জ ও ভোলাহাটের দুই জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। সদরের এক জন জেলা সদর হাসপাতালে মারা গেছেন। সদর ও ভোলাহাটের মৃত দুই জন এন্টিজেন পরীক্ষায় পজিটিভ ছিলেন। 

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, জেলায় এ পর্যন্ত এক হাজার ২১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার জন সুস্থ হয়েছেন। এছাড়াও গতকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন ২৫ জন। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে মারা গেছেন ১১ জন।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি