চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের চাপায় আব্দুল মতিন (৫৫) নামে বিমানবাহিনীর সাবেক এক সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার রহনপুর কলেজ মোড়ের লতিফুর রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মতিন উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। আজ সকালে তিনি লতিফুর রহমান ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল (পেট্রোল) ভর্তি করে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁকে পেছন থেকে তরমুজবাহী একটি ট্রাক চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’