হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ভূমিহীনদের গৃহ নির্মাণের শ্রমিকদের পেটালেন ইউএনও

প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের গৃহ নির্মাণকালে একাধিক নির্মাণ শ্রমিককে পেটানোর অভিযোগ উঠেছে ভোলাহাটের ইউএনও সমর কুমার পালের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভোলাহাটে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

নির্মাণ শ্রমিকেরা অভিযোগ করে বলেন, চরধরমপুর বিন্দুপাড়ায় ১০০ ভূমিহীনের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণের কাজ চলছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন ঘর পরিদর্শনে যান ইউএনও সমর কুমার পাল। এ সময় কাজের ত্রুটি হয়েছে এমন অভিযোগ তুলে তাঁর সঙ্গে থাকা আনসারদের নির্দেশ দেন নির্মাণ শ্রমিকদের পেটাতে। নির্দেশ পেয়ে আনসার সদস্যরা শ্রমিকদের বেধড়ক পেটাতে শুরু করে। নির্মাণ শ্রমিক মো. বল্টু (৫০), মো. আনোয়ার (৩৫), মো. সামাউন, মো. কাবিরুল (৩০), মো. রবিউলকে (৪০) পেটাতে শুরু করলে কর্মরত বাকি ৪০/৫০ জন শ্রমিক পালিয়ে নিজেদের রক্ষা করেন।

ভুক্তভোগী মো. কাবিরুল বলেন, ইউএনও স্যার আমাদের কাজে ভুল ধরে আমাদের পেটাতে বলেন আনসারকে। তখন আনসারেরা আমাদের পাঁচজনকে পেটাতে শুরু করে। আমাদের পেটাতে থাকলে বাকি শ্রমিকেরা পালিয়ে যায়। আনসার সদস্যদের ইউএনও স্যার বলেন, একেক জনকে মেরে ফেলে রাখো, জেলে দিলে এদের বউ–বাচ্চা কষ্ট পাবে। দু’হাত জোড় করে মাফ চাওয়ার পরও তাঁরা আমাদের পেটাতে থাকেন। আনসার সদস্যের পা ধরতে গেলে তিনি ইউএনও স্যারের পা ধরতে বলেন। পা ধরেও পিটুনি থেকে রক্ষা হয়নি আমাদের।

ভুক্তভোগীরা বলেন, ইউএনও স্যার মারলেন আমাদের, কার কাছে বিচার চাইব। ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি বলেছি। অন্যায় ভাবে মারার বিচার না হওয়া পর্যন্ত আমরা কাজ করব না।

নির্মাণ শ্রমিকদের বেধড়ক পিটানোর বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শনকালে সঙ্গে থাকা ভোলাহাট ইউনিয়ন পরিষদ সদস্য মো. মোয়াজ্জেম হোসেন ভুটু এবং মো. আফজাল হোসেন হিরো।

এ ব্যাপারে ইউএনও সমর কুমার পালের সঙ্গে সেলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি জবাব দেননি।

ইউএনও সমর কুমার পালের বিরুদ্ধে এর আগেও শ্রমিকদের পেটানোর একাধিক অভিযোগ আছে। সম্প্রতি কাবিখা ও কাবিটা প্রকল্পের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে অভিযোগ করায় অভিযোগকারীকে অফিসে ডেকে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে তাকে ছেড়ে দেন ইউএনও।

নামোমুশরীভূজা গ্রামের এক নির্মাণ শ্রমিককে নিজ অফিসে ডেকে বেধড়ক পিটিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ জুলাই রাতে নতুন হাজিপাড়া গ্রামে বাল্যবিবাহ ঠেকাতে অভিযানে গিয়ে ইউএনওর সামনে তাঁর সঙ্গে থাকা আনসার সদস্যরা মো. তোফজুল হক (৬৫), মো. গোলাম আজম (৩৯) ও মো. সারওয়ারকে (২১)  বেধড়ক পেটান।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি