হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

নদীতে পাওয়া লাশটির গলায় বাঁধা ছিল বালুর বস্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শুক্রবার সকালে গলায় বালুর বস্তা বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার নৌ পুলিশ পরিদর্শক মো. তোহিদ হোসেন।

তাৎক্ষণিকভাবে লাশটি কার, সেটি জানা না গেলেও আজ সন্ধ্যার পর মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি হলেন ভুপেন হলদারের ছেলে কৃষ্ণ হলদার (৫৫)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার এলাকায়।

শিবগঞ্জ থানার নৌ পুলিশ পরিদর্শক মো. তোহিদ হোসেন বলেন, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে স্থানীয় বাসিন্দারা নৌ পুলিশে খবর দেন। খবর পেয়ে শিবগঞ্জ থানার নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় সে সময় পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্ত শেষে শ্মশানে দাহ করার আগে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নৌ পুলিশ কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির গলায় প্লাস্টিকের বালুর বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

পুলিশ পরিদর্শক আরও বলেন, কৃষ্ণ হলদর হিন্দুদের বিভিন্ন উৎসব-পার্বণে শাঁখা-সিঁদুর বিক্রি করতেন বলে জানা গেছে। তিনি আধ্যাত্মিক ধাঁচের লোক ছিলেন। বাড়ি থেকে যখন বের হতেন, তখন দুই থেকে তিন দিন বাইরে থাকতেন। তাই পরিবার ভেবেছিল, তিনি বাইরে আছেন। সে জন্য তাঁর পরিবার থানায় কোনো জিডি করেনি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। এই হত্যার তদন্ত নৌ পুলিশ করবে।

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ