হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

নিজ বাড়ি থেকে আইনজীবীর গলিত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঘটনাস্থলে পুলিশ ও অন্যরা। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ময়নুল বারী (৪৮) নামের এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুগ্রাম মহল্লায় ঘরের তালা ভেঙে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ময়নুল বারী বালুগ্রাম মহল্লার মৃত ইউসুফ আলীর ছেলে। তাঁর বড় বোন শামীমা নাজনীন বলেন, এক সপ্তাহ আগে ভাইয়ের (ময়নুল) সঙ্গে সর্বশেষ কথা হয়েছে। তারপর কিছুদিন থেকে ফোন দিয়ে না পেয়ে গতকাল রাতে তাঁর ছেলেকে পাঠালে ছেলে এসে দুর্গন্ধ পেয়ে এলাকার লোকজনকে খবর দেয়। স্থানীয়রা তালা ভেঙে ঘরের ভেতরে অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সকালে মরদেহ উদ্ধার করে।

ওসি মতিউর রহমান বলেন, ‘দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওই বাড়িতে একাই থাকতেন আইনজীবী ময়নুল বারী। তিন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তিন থেকে চার দিন আগে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ময়নুল কীভাবে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটা স্বাভাবিক মৃত্যু। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্রাইমসিন ইউনিটের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করেছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার