হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে একজনও নেননি করোনা টিকার চতুর্থ ডোজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিভাগে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ষাটোর্ধ্ব ব্যক্তিদের চতুর্থ ডোজের টিকা দান কর্মসূচি। কিন্তু এই কর্মসূচির প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে একজনও চতুর্থ ডোজের করোনার টিকা নেননি।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহী মহানগরের চারটি কেন্দ্র এবং বিভাগের অন্য সাত জেলার প্রতিটি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চতুর্থ ডোজ প্রয়োগের ব্যাপারে আগে থেকে প্রচার চালানো হয়নি। তাই টিকা নেওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না। আবার অনেকে পরে নেবেন ভেবে হয়তো আসেননি। 

প্রথম দিন টিকা প্রয়োগ কেমন হলো জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম বলেন, ‘টিকা নিতে আসা মানুষের সংখ্যা খুবই কম। এটা তো এখন চলবে। পরে হয়তো লোকজন আসবে। সে কারণে প্রথম দিন টিকা গ্রহণকারী খুবই কম।’ 

টিকা দেওয়ার ব্যাপারে প্রচারের ঘাটতি ছিল কি না জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমা আক্তার বলেন, ‘ওভাবে কোনো প্রচার চালানো হয়নি। টেলিভিশনে সংবাদ প্রচার হয়েছে, মানুষ জেনে গেছে। কোভিডের সংক্রমণ কমে যাওয়ার কারণে দ্বিতীয় ডোজ নেওয়ারই আগ্রহ কমে গেছে। সেখানে চতুর্থ ডোজ নেওয়ার আগ্রহ কম থাকবে সেটাই স্বাভাবিক।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ভারতীয় নারী সোনালী খাতুনসহ ৬ জনকে জামিন দিয়েছেন আদালত

পুকুরপাড়ে পড়ে ছিল পাহারাদারের রক্তাক্ত মরদেহ