হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে শিক্ষার্থীদের অবরোধ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজা অবরোধ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পলিটেকনিকের শত শত শিক্ষার্থী টোল প্লাজায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে পলিটেকনিকের অধ্যক্ষ মাসুদুর রহমান বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর টোলপ্লাজায় গাড়ি অতিক্রম করার সময় কর্তৃপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগ তুলেন শিক্ষার্থীরা।

মহানন্দা টোল প্লাজার ম্যানেজার ফাহিম রহমান জানান, সব সাধারণ গাড়ির মতো অধ্যক্ষ সাহেবের গাড়িটি টোল আদায়ের জন্য দাঁড় করানো হয়। পরবর্তীতে অধ্যক্ষ সাহেব পরিচয় দিলে তাঁকে আমরা জানাই আপনার গাড়িটি ছাড় পাবে কি পাবে না সেটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানাবো। এরপর তাঁর কাছে টোল না নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা হঠাৎই এসে কোন কথা ছাড়াই টোল প্লাজায় অবরোধ করে কার্যক্রম বন্ধ করে দেয়। এতে আমাদের ১ লাখ টাকা টোল আদায় ব্যাহত হয়েছে।

পরে এক ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও পলিটেকনিকের শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি শান্ত হলে আবারো যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শুনে তাৎক্ষণিক পুলিশ এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে টোলপ্লাজা ও শিক্ষার্থীদেরকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত, রামেকে ভর্তি

সড়কে গাছ ফেলে ডাকাতি, ছুরিকাঘাতে দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

পুশ ইনের শিকার অন্তঃসত্ত্বা সোনালী অবশেষে ভারতে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দুই বাংলাদেশি নিখোঁজ, বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ