হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

১০ মিনিটের আগুনে পুড়ে গেছে সোহাগের স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কসমেটিকসের দোকানে আগুন লেগেছে। এতে ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক সোহাগ আলী। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার শ্যামপুর চামা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কসমেটিকস দোকানের মালিক সোহাগ আলী বলেন, ‘মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। সকালে এসে দেখি আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  দোকানে প্রায় ৮-১০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে।’  

সোহাগ আরও বলেন, ‘দুই বছর আগে আমার বাবা অসুস্থ হয়ে মারা গেছেন। সেই থেকে পরিবারের দায়িত্ব নিতে এই দোকান গড়ে তুলেছিলাম। কিন্তু ১০ মিনিটের আগুনে সব স্বপ্ন শেষ। এখন আমি পরিবার নিয়ে কি খাব?’

সোহাগের দোকানের পাশের স্টুডিও মালিক মিস্টার বলেন, ‘সকাল ৮টার দিকে সোহাগের দোকানে আমরা আগুন দেখতে পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় ১০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তাই ফায়ার সার্ভিসকে খবর দিয়েও পরে আসতে নিষেধ করা হয়।’  

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোহাগের বাড়ি আমার গ্রামেই। তাঁর বাবা মারা যাওয়ার পর খুব কষ্টে দোকানটা গড়ে তুলেছিল। কিন্তু আগুনে দোকানের সব পুড়ে গেছে।’

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ