হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

বিএডিসি সার গুদামে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএডিসি সার গুদাম। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বিএডিসি সার গুদামে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রহনপুর পৌর এলাকার হুজরাপুরে অবস্থিত বিএডিসি সার গুদামে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সার গুদামের শ্রমিকদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় আজকের এ সংঘর্ষ। আহতদের মধ্যে রয়েছেন সজীব (২৬), উজ্জ্বল (২৮), সাহেদ (২৬), সোহেল (৩০), মাসুদ রানা পালানু (৩৫), আশিকসহ (২৫) অন্তত ১০। আহতদের মধ্যে একজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাহাত আলী।

এ বিষয়ে রহনপুর বিএডিসি সার গুদামের উপসহকারী পরিচালক মাহতাব উদ্দিন জানান, শ্রমিক ও ঠিকাদারের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে গুদামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে থানা ও ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

ভারত যাওয়ার পথে এক মানব পাচারকারীসহ আটক ৪ যুবক

ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৭ বাংলাদেশি

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

বিএসএফের হাতে আটকের পর মারা যাওয়া রবিউলের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি-আগ্নেয়াস্ত্র উদ্ধার